বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে গাঁজাসহ আটক-২।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে গাঁজাসহ আটক-২।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলার লালমোহনে গাঁজাসহ মোঃ রাশেদ (২২) ও আবুল হোসেন (২৪) নামের দুইজনকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।
বুধবার (২৪) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বদরপুর ৬নং ওয়ার্ড জনতা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক মোঃ রাশেদ ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড বগিরচর এলাকার মৃত লোকমান চৌকিদারের ছেলে এবং আবুল হোসেন একি ইউনিয়নের ৬নং ওয়ার্ড রায়রাবাদ গ্রামের মোঃ মোফাজ্জলের ছেলে।
জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বদরপুরের রায়রাবাদ গ্রামের জনতাবাজার থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা নং ১৮, তারিখ ২৪ ফেব্রুয়ারি। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।