সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » টিকা নেয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
টিকা নেয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনার ভ্যাকসিন নেয়ার পরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় সরকার প্রধান আরও বলেন, ‘আগাম ব্যবস্থা নেয়ার কারণেই করোনার টিকা বাংলাদেশ পেয়েছে।’ মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের কোনো ঘর অন্ধকারে থাকবে না, প্রতিটি ঘরে আলো পৌঁছে দেয়া হবে বলেও জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।