বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | মনপুরা | মুক্তমত | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ভোলায় মিথ্যে মামলায় জড়ানোর অভিযোগে ইউপি চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর সংবাদ সম্মেলন।।লালমোহন বিডিনিউজ
ভোলায় মিথ্যে মামলায় জড়ানোর অভিযোগে ইউপি চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর সংবাদ সম্মেলন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার। আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করায় তাঁর পরিবারের সদস্যর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ করে সংবাদ সম্মেলন করেন।
গতকাল বুধবার রাতে ভোলার শহরের একটি পত্রিকা অফিসে সংবাস সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন, র্দীঘ দিন ধরে তিনি ওই ইউনিয়নের সুনামের সাথে আওয়ামী লীগের সভাপতির দায়ীত্ব পালন করছেন। ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অলিউল্লাহ কাজলের কাছ থেকে সাধারণ মানুষের কোন সুযোগ-সুবিধা পাচ্ছেন না। তাই সাধারণ মানুষ জাহাঙ্গীর আলম হাওলাদারকে ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এবং তিনি নির্বাচন করার আগ্রহ প্রকাশ করায় তার ছেলে এনামের বিরুদ্ধে বর্তমান চেয়ারম্যান এক গৃহবধূকে দিয়ে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, মামলায় যে তারিখ উল্লেখ্য করেন সে তারিখে তার ছেলে এনাম হাওলাদার তার স্ত্রী সন্তান প্রসব করায় সে চরফ্যাশন ছিলেন। তাই এ ঘটনার তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।