
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সুবিধা বঞ্চিতদের হাতে ভিজিডি’র কার্ড পৌঁছে দিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে সুবিধা বঞ্চিতদের হাতে ভিজিডি’র কার্ড পৌঁছে দিলেন এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে প্রায় ৪’শ হতদরিদ্রের হাতে ভিজিডি’র কার্ড পৌঁছে দিয়েছেন ভোলা- (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলার সদর ইউনিয়ন ও পশ্চিম চরউমেদ ইউনিয়নের প্রকৃত সুবিধাভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
এদিন (২০২১-২০২২ চক্রের) আওতায় দুই ইউনিয়নের ৩৮০জন সুধিবাভোগীর হাতে ভিজিডির কার্ড তুলে দেয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল নোমান, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী, সদর ইউপি চেয়ারম্যান শাহাজান মিয়াসহ ইউপি সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।