বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বিজয় দিবসে ঢাকায় চলবে মেট্রোরেল।।লালমোহন বিডিনিউজ
বিজয় দিবসে ঢাকায় চলবে মেট্রোরেল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বিজয় দিবসে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হবে। আর ২০২২ সালের মধ্যে চালু হবে ৬টি রুটই। বুধবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী মেট্রোরেল প্রকল্প পরিদর্শন করে এ তথ্য জানান পরিকল্পনা মন্ত্রী।
মন্ত্রী বলেন, রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত অংশের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। এ পথে স্টেশন রয়েছে নয়টি। ১১ দশমিক চার কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান। করোনা মহামারিতে কাজের কিছুটা ক্ষতি হয়েছে। তবুও আগামী বছরের মধ্যে মেট্রোরেল পূর্ণাঙ্গভাবে চালু করতে চায় সরকার।
তিনি আরও বলেন, আমরা আশা করছি মহান বিজয় দিবসে আগারগাঁও থেকে উত্তরা রুটে মেট্রোরেল চালু করতে পারবো। আমাদের দেশীয় ও বিদেশি এক্সপার্টরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। করোনার মধ্যেও সবাই কাজ করে যাচ্ছেন।
এ সময় তিনি তিন নম্বর স্টেশন, ওয়ার্কশপ ও স্টপেজ স্টেশন ঘুরে দেখেন। মন্ত্রীকে জানানো হয়, এমআরটি লাইন সিক্সের কাজ তিনটি ধাপে হচ্ছে। প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১৯ কিলোমিটারের ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। ১৯ কিলোমিটার রেললাইন বসানোর কাজও শেষ। এপ্রিলে পরীক্ষামূলক চালু করতে চায় কর্তৃপক্ষ।