সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে এনজিও অফিস থেকে নারীকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে এনজিও অফিস থেকে নারীকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে এনজিও অফিস থেকে আইরিন আক্তার (২৩) নামে এক এনজিওকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে পৌর পাঁচ নম্বর ওয়ার্ডের ডায়বেশন রোড সংলগ্ন ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’ অফিসের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আইরিন বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার আলী হোসেন ফকিরের মেয়ে। সে বোরহানউদ্দিন উপজেলার পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এনজিও’র ফিল্ড অফিসার হিসাবে কর্মরত ছিলো।
ঘটনানস্থল পরিদর্শন করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) বশির আলম জানান, রাতে অফিসের দ্বিতীয় তলায় একটি রুমে ঘুমিয়ে ছিলো এনজিওকর্মী আইরিন। সকালে অনেক ডাকাডাকি পর তার সাড়া না পেয়ে রুমের দরজা ভেঙ্গে প্রবেশ করে ঝুলন্ত মরদেহ দেখতে পায় অফিসের লোকজন।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুরো ঘটনার তদন্ত চলছে।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান তিনি।