মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » কারাগারে দুই কয়েদির মারামারিতে নিহত-১।।লালমোহন বিডিনিউজ
কারাগারে দুই কয়েদির মারামারিতে নিহত-১।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : কিশোরগঞ্জ জেলা কারাগারে দুই কয়েদির মারামারিতে একজনের মৃত্যু হয়েছে।অপরজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার সকালে, জেল সুপার বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ ভোরে জেলা কারাগারে দুই কয়েদির মধ্যে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে বাথরুমের ফিটিংস ভেঙ্গে কয়েদি সাইদুর রহমান আব্দুল হাইয়ের মাথায় আঘাত করে। পরে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আব্দুল হাইকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আহত সাইদুর মিয়া জেলা কারাগার মেডিকেলে চিকিৎসাধীন আছেন। নিহত আবুল হাই কিশোরগঞ্জ সদর উপজেলার শিমুলিয়া এলাকার ইসরাইল মিয়ার ছেলে।