শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বাল্য বিয়েকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১১
বাল্য বিয়েকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১১
তজুমদ্দিন সংবাদদাতা : ভোলার তজুমদ্দিনে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে মহিলা ও শিশুসহ ১১ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিন চাপড়ী গ্রামের সুলতান মাঝির মেয়ে মোহাম্মদ ভোলা ওমরিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী কুলসুম’র সাথে একই গ্রামের ইব্রাহীমের ছেলে মহসিনের গোপনে বিয়ে ঠিক হয়। ঘটনা জানতে পেরে বুধবার সন্ধ্যা ৭ টার দিকে কুলসুমের ভাবী মনোয়ারা ও ভাই কামাল বিয়ে ভেঙ্গে দিতে চাপ সৃষ্টি করে। এনিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে শ্বশুড়সহ পরিবারের লোকেরা মনোয়ারাকে মারধোর করে। মারপিটের সংবাদ পেয়ে পাশ্ববর্তী বাড়ি থেকে মনোয়ারার বাবাসহ স্বজনরা ছুটে আসলে তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এসময় মনোয়ারা (৩৫)সহ আহত হয় বাবা মোকলেস (৭০), ভাই আঃ মুনাফ (৫০), খালেক (৬০), স্বজন রাণু বেগম (৩০), ফাতেমা (১৫), আলাউদ্দিন (২৫), সোনিয়া (৮), শ্বশুড় সুলতান (৬০), হাসেম (৩২), আঙ্কুরা (৩৫)। এরা প্রত্যকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি।