মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » জাতিসংঘ কর্মকর্তা অতুল খারের সাথে জেনারেল আজিজের সাক্ষাৎ।।লালমোহন বিডিনিউজ
জাতিসংঘ কর্মকর্তা অতুল খারের সাথে জেনারেল আজিজের সাক্ষাৎ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশনাল সাপোর্ট বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
এই সাক্ষাত ফলপ্রসু হয়েছে বলে জানা গেছে। আগামীকাল পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েত্রা ল্যাকরোইক্স ও সামরিক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল কার্লোস লইটারের সঙ্গে দেখা করবেন তিনি। যুক্তরাষ্ট্র সফরে মার্কিন সেনাপ্রধান জেনারেল ম্যাকনভিলসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেনারেল আজিজ আহমেদ।
আইএসপিআর থেকে জানানো হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সদস্য বৃদ্ধি এবং নীতি নির্ধারণী পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই সফর। সফর শেষে আগামী ১২ই ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি।