সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » করোনার টিকার নিবন্ধনের বয়সসীমা শিথিল।। লালমোহন বিডিনিউজ
করোনার টিকার নিবন্ধনের বয়সসীমা শিথিল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক ঃ ৫৫ বছরের পরিবর্তে ৪০ বছর বয়স হলেই করোনার টিকার নিবন্ধন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৫৫ বছর বয়সীদের করোনার টিকার নিবন্ধনের যে অনুমোদন দেয়া হয়েছিলো, সে বয়স সীমা কমিয়ে ৪০ বছর করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী করোনার টিকার জন্য নিবন্ধন করতে ৫৫ বছরের যে বয়সসীমা ছিলো তা শিথিল করা হলো। ধীরে ধীরে অন্যান্য বয়য়ীদের জন্যও বয়সসীমা শিথিল করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া করোনা সংকটে সম্মুখসারির যোদ্ধাদের পরিবারের সদস্যদেরও টিকার ব্যবস্থা করার কথাও খন্দকার আনোয়ারুল ইসলাম।
করোনার টিকা নিতে আগ্রহী এমন কেউ যদি জটিলতার কারণে নিবন্ধন করতে না পারেন তাহলে জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকা কেন্দ্রে গেলে সেখানেই যেন নিবন্ধন করতে পারেন সে ব্যবস্থা রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তবে, সরাসরি টিকা নিবন্ধনের যৌক্তির কারণ উল্লেখ করতে হবে।
করোনার টিকা নিলেও সবাইকে মাস্ক ব্যবহার এবং হাত ধোয় অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান সরকার প্রধান।
টিকার মেয়াদ শেষ হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘টিকার মেয়াদোত্তীর্ণ না হয়ে যাও সে বিষয়েও নজর রাখতে হবে। আমরা চাচ্ছি খুব দ্রুত দ্বিতীয় ডোজ দিয়ে দেয়ার। প্রথম ডোজ দেয়ার ১৫ দিন বা এক মাসের মধ্যে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে বিষয়টা এমন না, এটা তিন মাস পর্যন্ত কার্যকর থাকে।
করোনাকালে সেবা দেয়া ফ্রন্টলাইনারদের টিকাদানে অগ্রাধিকার দেয়ার পাশাপাশি বিভিন্ন বাহিনীর সদস্যদেরও টিকার আওতায় আনার কথা জানান প্রধানমন্ত্রী। এছাড়া দেশের সব পরিচ্ছন্নতা কর্মীদের দ্রুত টিকা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
করোনা মোকাবিলায় ফ্রন্টলাইনারদের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ঝুঁকি নিয়ে কাজ করছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, নেতাকর্মীরা নিবন্ধন করলে তাদেরও টিকা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
টিকাদান প্রক্রিয়াকে আরও সহজ ও সম্প্রাসারিত করার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।