সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » বিএনপি নেতারা সমালোচনাও করছেন, টিকাও নিচ্ছেন।।লালমোহন বিডিনিউজ
বিএনপি নেতারা সমালোচনাও করছেন, টিকাও নিচ্ছেন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্কঃ ভারত থেকে আনা টিকা প্রয়োগ নিয়ে শুরু থেকেই বিএনপি প্রতিবাদ ও সমালোচনা করে আসলেও শেষ পর্যন্ত সেই সমালোচিত টিকা নেয়া শুরু করেছেন দলটির নেতারা।
এদিকে বিএনপি নেতারা বলছেন, করোনা থেকে বাঁচতে সারা বিশ্ব যখন যার যার সামর্থ্য অনুযায়ী টিকা সংগ্রহ ও প্রয়োগের চেষ্টা করছে তখন দেশে টিকা প্রয়োগ নিয়েও চলছে রাজনীতি।
সোমবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে টিকা নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তোলেন রুহুল কবির রিজভী। রিজভী বলেন, “ভারত থেকে যে টিকা এসেছে, আপনারা প্রমাণ করুন যে এ টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু এ টিকা নিচ্ছেন না।”
করোনার টিকা নিয়ে সরকারের সমালোচনার মধ্যেই সোমবার ঢাকা মেডিক্যালে টিকা নেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। জানান, টিকায় নেই কোনও পার্শ্বপ্রতিক্রিয়া।
এরআগে, রবিবার বিএনপিপন্থী হিসেবে পরিচিত ডা. জাফরুল্লাহ চৌধুরীও করোনার ভ্যাকসিন নেন।
সমালোনা বা রাজনীতি যাই থাক, টিকার কার্যকারিতা নিয়ে এরই মধ্যে মানুষের শংকা কেটে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।