শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে অস্ত্রসহ দুই ডাকাত আটক।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে অস্ত্রসহ দুই ডাকাত আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি ঃ ভোলার চরফ্যাশন পৌরসভা ৩নং ওয়ার্ডে সঙ্গবদ্ধভাবে ডাকাতিকালে জনতার হাতে অস্ত্রসহ এক ডাকাত কে আটক করা হয়েছে। পরে জরিত থাকার সন্ধেহে মোটরসাইকেল চালককেও আটক করেন পুলিশ।
শনিবার (৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২টার সময় চরফ্যাশন পৌরসভা ৩নং ওয়ার্ড কালাম মৌলবি বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন ২নং ওয়ার্ডের বাসিন্দা মুসলিমের ছেলে আবু জাহের (৩৯) ও একই এলাকার সহযোগী কামাল (২৮) কে আটক করেন৷ পরে পুলিশ ঘটনা স্থান থেকে ডাকাতদের আটক করে চরফ্যাশন থানায় নিয়ে আসেন৷
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ টুটুল জানান, আমাদের বাড়িতে সঙ্গবদ্ধ ডাকাত দল দরজা ভেঙ্গে আমার বাবাকে চেতনানাশক স্প্রে করে অচেতন করে ফেলে৷ পরে বাসায় থাকা এক লাখ ১০হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমাদের পিকআপের ড্রাইভার ইসমাইল ও সুজন দেখে ফেলে। তাদের ডাক চিৎকারে বাড়ির ও আশেপাশের লোকজন দাওয়া দিলে ২ ডাকাত পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় দুইজনকে আটক করতে সক্ষম হই৷
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ জানান, তাদেরকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে আনা হয়েছে৷ সাথে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে মামলার প্রস্তুতি নেয়া হবে।