শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় মৎস্য অভিযানে ৪ নৌকাসহ ২৩ জেলে আটক
মনপুরায় মৎস্য অভিযানে ৪ নৌকাসহ ২৩ জেলে আটক
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল, মনপুরা :ভোলার মনপুরায় নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য শিকার করায় অভিযান চালিয়ে ২৩ জেলেকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। ০২ অক্টোবর শুক্রবার রাতে মনপুরার চরনিজাম সংলগ্ন মেঘনায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ নৌকা ও ৫ হাজার মিটার জাল উদ্ধার করা হয়।
পরে ২ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় আটককৃত ২৩ জেলেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মন্নান এর মোবাইল কোর্টে হাজির করা হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনের ১৯৫০ এর ৩ ধারায় দন্ডবিধির ‘ঘ’ ও ‘চ’ এর উপধারায় ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
আটককৃত জেলেরা হলেন, লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ গ্রামের মোঃ নবী মাঝী, সেলিম, গিয়াস উদ্দিন, আঃ রহমান, মোঃ বেলাল। চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের দক্ষিন আয়শাবাদ গ্রামের রিপন মাঝী, আনোয়ার হোসেন, নাছির মাঝী, মাজেদ, আলী মিয়া, আলম, সিরাজ। এদের মধ্যে জাকির মাঝী, জসিম, লিটন, জহির এই ৪ জনকে মৎস্য রক্ষা ও সংরক্ষন আইনের ১৯৫০ এর ৩ ধারায় দন্ডবিধির ‘ঘ’ ও ‘চ’ এর উপধারায় ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।
তবে এদের মাঝে শিপন, জুয়েল, এরশাদ, জুয়েল, মিরাজ, দেলোয়ার ও রায়হান বয়সে শিশু হওয়ায় তাদের কোন সাস্তির বিধান ছাড়াই খালাশ দেয়া হয়।