শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » খেলা | চট্টগ্রাম | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চট্টগ্রাম টেস্ট : তৃতীয় দিন শেষে টাইগারদের লিড ২১৮।।লালমোহন বিডিনিউজ
চট্টগ্রাম টেস্ট : তৃতীয় দিন শেষে টাইগারদের লিড ২১৮।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে ২১৮ রানের লিড বাংলাদেশের। দিন শেষে ২য় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৪৭ রান।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৩০ রানের জবাবে ২৫৯ রানে অলআউট ক্যারিবীয়রা। ২৫৯ রানে ক্যরিবীয়দের প্রথম ইনিংস গুটিয়ে যাবার পর ব্যাটিংয়ে নামে টাইগাররা। তামিম সাদমানের ওপেনিং জুটিতে আসে মাত্র ১ রান।
ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে তামিমকে এলবি ডব্লিউ করেন রাহকিম কর্নওয়াল। এক বল পরেই কর্নওয়ালের বলে স্লিপে সহজ ক্যাচ দিয়ে ফেরেন নাজমুল শান্ত। বেশিদুর যেতে পারেননি সাদমান ইসলাম, গ্যাব্রিয়েলের বলে আউট হবার আগে তিনি করেন মাত্র ৫ রান।
এর আগে ৩৫৫ রানে পিছিয়ে থেকে আগের দিনের ২ উইকেটে ৭৫ রান নিয়ে ব্যাট করতে নামে সফরকারীরা, বাকী আট উইকেট হারিয়ে যোগ করে আরো ১৮৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন জার্মেইন ব্ল্যাক উড।
এছাড়া জসুয়া ডি সিলভা ৪২ ও কাইল মায়ার্স করেন ৪০ রান। টাইগার বোলারদের মধ্যে ৪ উইকেট নিয়েছেন মেহেদী মিরাজ, দুটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ, নাঈম হাসান ও তাইজুল ইসলাম।