বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শিশু পুত্রের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণঃ থানায় মামলা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে শিশু পুত্রের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণঃ থানায় মামলা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার সদর ইউনিয়নে দুই সন্তানের জননীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে লালমোহন থানায় মামলা দায়ের করেছেন।
মামলার সূত্রে জানা যায়, ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড মৃধা বাড়ির সবুজ লক্ষ্মীপুরে গাড়ি চালায়। তার স্ত্রী ও দুই সন্তান বাড়িতেই থাকে। গত বুধবার সবুজের স্ত্রী তার দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ১২ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে পুনরায় ঘরে এসে শুয়ে পড়েন। এ সুযোগে ঘরের ভিতর ওৎপেতে থাকে পার্শ্ববর্তী বাড়ির মোঃ হালিমের ছেলে ইকবাল। সবুজের স্ত্রী জানান, কোন কিছু বুঝে উঠার আগেই শিশু পুত্রের গলায় ছুরি ধরে চিৎকার না করার ভয় দেখায় ইকবাল। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারি পরিক্ষার জন্য ভোলায় প্রেরণ করা হয়েছে। আসামী গ্রেফতারের প্রক্রিয়া চলছে।