বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে মাস্ক না থাকায় জরিমানা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে মাস্ক না থাকায় জরিমানা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে মাস্ক না থাকায় ৭জন কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে লালমোহন বাজারের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম বলেন, মাস্কবিহীন বাইরে ঘোরাঘুরির দায়ে ৭জনকে সাড়ে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে এদিন প্রায় ১৫০জনের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয় বলেও জানান তিনি।