
বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে সরকার’-পররাষ্ট্রমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
আল জাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে সরকার’-পররাষ্ট্রমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্কঃ বাংলাদেশ নিয়ে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামের প্রতিবেদনটিতে তথ্যের ত্রুটি রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সরকার।
বুধবার (৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ যেভাবে উন্নতি করছে সেটা অনেকের হিংসার কারণ। আল জাজিরা বাংলাদেশের উন্নতি দেখতে পারে না। তারা সব মুসলিম দেশেরই প্রতিপক্ষ। তাদেরকে আরো দায়িত্বশীল ভুমিকা পালন করা উচিত।
মন্ত্রী আরো বলেন, এই প্রতিবেদনের মাধ্যমে প্রতীয়মান হয় যে, তারা অন্য কারো লবিষ্ট হিসেবে কাজ করেছে। বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে।
এদিকে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার আমাদের প্রতিবেশী। বাংলাদেশ গণতন্ত্রে বিশ্বাস করে, অন্য দেশে গণতন্ত্র বিকশিত হোক আমরাও সেটাই চাই।
তিনি আরো বলেন, মিয়ানমার সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে আপাতত তাদের সঙ্গে কোন বৈঠক হচ্ছে না। এ প্রক্রিয়া চলমান থাকবে বলে আশা করি। তবে বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই।
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর নিয়ে ড. এ কে আব্দুল মোমেন বলেন, আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে আসবেন বলে প্রত্যাশা করছি। তিনি টুঙ্গিপাড়ায়ও যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন।
এদিকে, বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, আল জাজিরার প্রতিবেদন তথ্যভিত্তিক নয়, এটা হলুদ সাংবাদিকতা। বিশেষ উদ্দেশ্য নিয়েই এ ধরণের সংবাদ প্রকাশ করা হচ্ছে। এমন ভিত্তিহীন সংবাদ দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।
এর আগে, আল জাজিরার প্রতিবেদনটিকে অসত্য দাবি করে এর প্রতিবাদ জানায় সেনা সদর দপ্তর। আইএসপিআরের পাঠানো এক প্রতিবাদপত্রে বলা হয়, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদেরই ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ এই প্রতিবেদন। এটি দেশ অশান্ত করতে স্বার্থাণ্বেষী মহলের অপপ্রচার।
উল্লেখ্য, সোমবার (১ ফেব্রুয়ারি) প্রতিবেদনটি প্রচার করে গণমাধ্যম মাধ্যম আল-জাজিরা।