শুক্রবার, ২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় মহিলা কলেজের প্রতিষ্ঠাতার মায়ের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া
মনপুরায় মহিলা কলেজের প্রতিষ্ঠাতার মায়ের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া
লালমোহন বিডিনিউজ ,সীমান্ত হেলাল, মনপুরা : মনপুরায় মনোয়ারা বেগম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম’র মা মরহুম মনোয়ারা বেগম’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ০১ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ টায় কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহবুবুল আলম শাহীন, মোঃ আব্দুল হান্নান, বাংলা প্রভাষক জুরান চন্দ্র মজুমদার ও ইংরেজী প্রভাষক মোঃ আবুল বাশার। অনুষ্ঠানে মরহুম মনোয়ারা বেগম’র জীবন সম্পর্কে আলোচনার পাশাপাশি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়। এবং কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব নাজিম উদ্দিন আলম’র সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ফারুক হোসেন, মোঃ ছালা উদ্দিন, ইতিহাস প্রভাষক হৃদয় চন্দ্র দাস, সমাজকর্ম প্রভাষক মিনারা বেগম, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রভাষক মোঃ অহিদুর রহমান, ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রভাষক তাপস চ্যাটার্জী, গনিত প্রভাষক কানু লাল দে, অর্থনীতি প্রভাষক উৎপল মন্ডল, ইসলামের ইতিহাস প্রভাষক নেওয়াজ শরীফ, শরীর চর্চা শিক্ষক মোঃ সালেহ উদ্দিন, সহকারী গ্রন্থাগারিক মোঃ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা মকবুলিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামীম আলহাজ্ব হাফেজ আঃ মান্নান।