মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ফরাজগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করছেন ইউপি চেয়ারম্যান মুরাদ।। লালমোহন বিডিনিউজ
ফরাজগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করছেন ইউপি চেয়ারম্যান মুরাদ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিবেদকঃ ভোলার লালমোহন উপজেলাধীন ফরাজগঞ্জ ইউনিয়নের ২ও ৩নং ওয়ার্ডের জনগণের দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করাচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ।
মঙলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ কয়েকবছর আগে প্রায় ১ কিলোমিটার হেরিংবন (ইট বসানো) করা রাস্তার ইটগুলো সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ছোট বড় যান চলাচল থাক দুরের কথা, সাধারণ মানুষের চলাচলেও সমস্যা দেখা দেয়। তাই জনসাধারণের দুর্ভোগ লাঘবে নিজস্ব অর্থায়নে রাস্তাটি মেরামতের কাজ শুরু করেছেন ইউপি চেয়ারম্যান মুরাদ।
মুক্তিযুদ্ধ মঞ্চের ফরাজগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সুমন হিরাসহ আরও অনেকে বলেন, রাস্তাটি দীর্ঘদিন অবহেলিত ছিল। এর সামনেই বায়তুল কোবা জামে মসজিদ। আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওই মসজিদ চত্বরে মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে
বিভিন্ন স্থান থেকে হাজার হাজার লোকের সমাগম হবে।
আমাদের ইউনিয়নে নতুন চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ দায়িত্ব নেয়ার পর এলাকার অন্যান্য উন্নয়ন কাজের পাশাপাশি এ রাস্তাটির উন্নয়নেও নজর দেন। চেয়ারম্যানের নিজস্ব অর্থে রাস্তার কাজ চলছে, ফলে রাস্তার দু পাশের (২ ও ৩ নং ওয়ার্ড) মানুষের চলাচলের দুর্ভোগ লাঘব হবে।
ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ বলেন, আমি নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়ন কাজে এখনো কোনও বরাদ্দ পাইনি। তবুও এলাকা এবং জনগণের ভালমন্দের বিষয়টি তো দেখতে হবে। তাই নিজস্ব অর্থায়নে জনদুর্ভোগ লাঘবে কাজ করাচ্ছি।
এদিকে চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।