রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ভোলায় মেয়র প্রার্থী মনিরুজ্জামানকে গণসংবর্ধনা।।লালমোহন বিডিনিউজ
ভোলায় মেয়র প্রার্থী মনিরুজ্জামানকে গণসংবর্ধনা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : পর পর ২ বার নির্বাচিত বর্তমান ভোলা পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মেয়র পদে আবারও আওয়ামী লীগের দলীয় মনোনয় পাওয়ায় রবিবার বিকালে বিশাল এক গণসংবর্ধনা দিয়েছে ভোলা পৌরবাসী।
মনোনয়ন পাওয়ার পর ঢাকা থেকে রবিবার বিকালে ভোলায় খেয়াঘাট আসলে মোটর শোভাযাত্রার সহ তাকে শহরের বাংলাস্কুল মাঠে আনা হয়। এ সময় সড়কের দুইপাশে দাড়িয়ে হাজার হাজার পৌরবাসী তাকে ফুল দিয়ে অভ্যর্থনাসহ শুভেচ্ছা জানান। পরে বাংলাস্কুল মাঠের সংবর্ধনা অনুষ্ঠানে মনিরুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তিনি দলীয় মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য , ভোলা-১ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী তোফায়েল আহমদকে ধন্যাবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সকলের সহযোগীতা কামনা করে উন্নয়নের ধরা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। পৌর আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল্লাহ নাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি দোস্ত মাহামুদ, যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম,জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক কাউন্সিলর শাহে আলম, পৌর আওয়ামলীগের সাধারন সম্পাদক আলী নেওয়াজ পলাশ, বর্তমান কাউন্সিলর ও প্রার্থী ওমর ফারুক,সালাউদ্দিন লিংকন,মাইনুল হোসেন শামিম,শওকত হোসেনসহ পৌর কাউন্সিল প্রার্থী অবিনাশ নন্দি,মিজানুর রহমান,কবির হোসেন প্রমুখ।