শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত।।লালমোহন বিডিনিউজ
পঞ্চম ধাপের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দেশের পঞ্চম ধাপে ৩১টি পৌরসভা নির্বাচনের দলীয় প্রার্থি চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।
শনিবার (৩০ জানুয়ারি) সকালে গণভবনে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে, আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। ৩১টি পৌরসভা ছাড়াও সেদিন ৪টি উপজেলা ও ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থিতা চূড়ান্ত করা হয়।
মনোনয়ন পাওয়া প্রার্থীরা দলের সভাপতির স্বাক্ষরযুক্ত চিঠি ধানমন্ডি কার্যালয় থেকে সংগ্রহ করবেন। আগামী দোসরা ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮শে ফেব্রুয়ারি, ভোট হবে ইভিএমে।