বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ভোলার চরফ্যাশনের ছাত্রদল সভাপতিকে হত্যায় ১৭ জনকে আসামি করে এজাহার
ভোলার চরফ্যাশনের ছাত্রদল সভাপতিকে হত্যায় ১৭ জনকে আসামি করে এজাহার
লালমোহন বিডিনিউজ ,চরফ্যাশন সংবাদদাতা : ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতি আঃ রাজ্জাক হত্যাকাণ্ডের ঘটনায় চরফ্যাশনের শশীভূষন থানায় আ’লীগের অঙ্গ সংগঠনের ১৭জনকে সনাক্ত করে একটি এজাহার দায়ের করা হয়েছে। নিহত রাজ্জাকের পারিবারিক সূত্র ও থানা সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্মম নির্যাতনে হত্যাকান্ডের শিকার রাজ্জাকের পিতা মোঃ হোসেন মিয়া জানান,তিনি বাদী হয়ে ১৭জনকে সনাক্ত করে অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করে থানায় বুধবার রাতে একটি এজাহার দায়ের করেছেন।
শশীভূষন থানার ওসি শামছুল আরেফিন জানান, দায়েরকৃত এজাহারটি এফআইআর ভূক্ত করার জন্য প্রক্রিয়াধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এজাহারটি এফআইআর ভূক্ত হয়নি বলে থানা সূত্রে জানা গেছে।
উল্লেখ্য যে,চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতি আঃ রাজ্জাককে ঈদুল আযহার রাতে চরফ্যাশনের চেয়ারম্যান বাজারে যুবদল,ছাত্রদল নেতাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গেলে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।