সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিপুল পরিমান ঝাটকা আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বিপুল পরিমান ঝাটকা আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধিঃ ভোলার লালমোহনের তেতুঁলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ২০ মন ঝাঁটকা আটক করেছে কোস্টগার্ড।
রবিবার (২৪ জানুয়ারি) রাতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ঝাটকা আটক করেন।
পরে সোমবার (২৫ জানুয়ারি) সকালে এসব ঝাঁটকা পৌরসভার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
কোস্টগার্ড জোনাল কমান্ডার মাহিদুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ জানান, সরকার নিষিদ্ধ করা সত্ত্বেও কিছু অসাধু জেলে নদীতে গিয়ে অবৈধভাবে ঝাঁটকা ধরছে। আমরা খবর পেয়ে তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ট্রলারসহ প্রায় ২০ মণ ঝাঁটকা ইলিশ আটক করি।
পরে উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান এর নির্দেশে লালমোহন উপজেলা ও পৌরসভার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় এসব ঝাঁটকা ইলিশ মাছ বিতরণ করা হয়।