
শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতির নির্দেশ।।লালমোহন বিডিনিউজ
৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতির নির্দেশ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ৪ঠা ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
করোনায় শিক্ষা কার্যক্রম চলমান রাখতে আগামী ৪ঠা ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠান খোলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের সকল মাধ্যমিক স্কুল ও কলেজ, উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরযুক্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করতে হবে।আপনারা জানেন কোভিড-১৯ মহামারী চলাকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা। সেই লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করার জন্য একটি গাইডলাইন তৈরি করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে এ গাইডলাইন অনুযায়ী আগামী ৪ ফেব্রুয়ারি মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া যায়।
গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ই মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এরপর কয়েক দফা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি বাড়ানো হয়। সবশেষ, ৩০শে জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।