বুধবার, ২০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো “ভোরের দর্পণের” প্রতিষ্ঠাবার্ষিকী।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো “ভোরের দর্পণের” প্রতিষ্ঠাবার্ষিকী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলার লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার বিকেলে লালমোহন রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোরের দর্পণ পত্রিকার লালমোহন প্রতিনিধি মনজুরুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাব সভাপতি আবদুস সাত্তার।
এর আগে ভোরের দর্পণ পত্রিকাটি সাফল্যের সাথে ২০বছর পেরিয়ে ২১ বছরে পদার্পণ কে স্বাগত জানিয়ে কেক কাটা হয়। পরে রিপোর্টার্স ইউনিটি চত্বর থেকে বর্ণাঢ্য র্্যালি বের হয়ে লালমোহন বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমবেত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদ হাসান লিটন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জসিম জনি, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমেদ, প্রেসক্লাব সদস্য নুরুল আমিন, জাহিদুল ইসলাম দুলাল, জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন শাখার সভাপতি শাহীন কুতুব, সম্পাদক সালাম সেন্টু প্রমুখ।