মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » ফ্লাইট শিডিউল না জানায় কাল পৌঁছাবে না ভ্যাকসিন-স্বাস্থ্যমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
ফ্লাইট শিডিউল না জানায় কাল পৌঁছাবে না ভ্যাকসিন-স্বাস্থ্যমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আগামীকাল (২০ জানুয়ারি) একটি বিশেষ বিমানে করে ভারত সরকার কর্তৃক উপহার দেয়া ২০ লক্ষ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার করোনা ভ্যাকসিন আসার কথা থাকলেও তা আগামীকাল না এসে কবে পৌঁছাবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এর আগে এক ভারতীয় হাইকমিশনের এক চিঠিতে বলা হয়, ভ্যাকসিন গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রস্তুতি শেষ না হওয়ার কারণে পূর্বনির্ধারিত তারিখের একদিন পর তা সরবরাহ করা হচ্ছে।