
সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে “আনন্দ টিভি’র প্রয়াত চেয়ারম্যান’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে “আনন্দ টিভি’র প্রয়াত চেয়ারম্যান’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ভোলার লালমোহনে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন “আনন্দ টিভির” প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্বাস উল্লাহ সিকদার’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) বাদ আসর আনন্দ টিভি ভোলা জেলা প্রতিনিধির কার্যালয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে মরহুম আব্বাস উল্লাহ সিকদার এর প্রতি স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ, প্রেসক্লাব সভাপতি আবদুস সাত্তার, সম্পাদক জসিম জনি, সহ-সভাপতি এসবি মিলন।
আনন্দ টিভি ভোলা প্রতিনিধি এমএ হান্নানের উদ্যোগে আয়োজিত দোয়া মোনাজাতে লালমোহন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।