রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন ও সড়ক অবরোধ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : সারাদেশের কারিগরি শিক্ষার্থীদের সংকট নিরসনে দেয়া ৪ দফা দাবী **কোনো ভাবেই ১ বছর লস নয়। **স্থগিত ২য়, ৪র্থ,৬ষ্ঠ পর্বের তাত্ত্বিক পরীক্ষাগুলো অটোপাস দেয়া এবং ব্যবহারিক পরীক্ষাগুলো পরবর্তী সেমিস্টার এর সাথে সংযুক্ত করাসহ ১ম,৩য়,৫ম ও ৭ম পর্বের ক্লাস চালু করে শর্ট সিলেবাস এ পরীক্ষা নেয়া।
** অতিরিক্ত ফি প্রত্যাহার এবং প্রাইভেট পলিটেকনিক এর সেমিস্টার ফি মওকুফ করা।
** সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা ছাত্রদের জন্য আসন বরাদ্দ করার দাবি না মানায় মানববন্ধন করেছে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা।
রবিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে মানববন্ধন করেন তারা।
শিক্ষার্থীরা জানায়, এর আগে ৪ দফা দাবী পেশ করেছি কিন্তু আমাদের দাবী উপেক্ষা করে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড, কিন্তু ক্লাশ ছাড়া পরীক্ষা আমরা কিভাবে দিবো,আন্দোলন সমন্বয় কমিটির সদস্য মাকলুব ভুইয়া জানায়,আমাদের ১ বছর ইয়ার লস আমরা কোনোভাবেই মেনে নেবো না,তাই সরকারকে আহবান জানাবো যাতে দ্রুত আমাদের দাবী মেনে নিয়ে আমাদের ক্লাশে ফিরিয়ে নেয়,
শিক্ষার্থীদের আন্দোলনে পরিপেক্ষিতে কারিগরি শিক্ষা বোর্ডের বর্তমান অবস্থান সম্পর্কে অবহিত করতে কলেজ প্রশাসনের একটি টিম সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এসময় ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী তাজুল ইসলাম,কম্পিউটার টেকনোলজির বিভাগীয় প্রধান জনাব তৌফিকুল ইসলাম,একাডেমিক ইনচার্জ মীর মঞ্জুর মোর্শেদ উপস্থিত ছিলেন।
এদিকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন, পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান বাপ্পা, যুগ্ন সাধারণ সম্পাদক আওলাদ খান, আরাফাত রহমান ইমন, সাংগঠনিক সম্পাদক রমিজ মিয়া,দপ্তর সম্পাদক রহমত উল্লাহ মুন্নাসহ ছাত্রলীগের কর্মীরা।
আগামী দিনে পলিটেকনিক ইনস্টিটিউট এর সমস্যা নিরসনে সকল যৌক্তিক দাবী আদায়ে তাদের পাশে থাকার প্রত্যাশা ব্যাক্ত করেন পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান বাপ্পা।