বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন থানার ওসি’র সহায়তায় শিকল মুক্ত হলো কিশোরী|| লালমোহন বিডিনিউজ
লালমোহন থানার ওসি’র সহায়তায় শিকল মুক্ত হলো কিশোরী|| লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে ১৪ বছরের এক কিশোরীকে পায়ে লোহার শিকল পরিয়ে বেধে রাখে তার পিতা আবুল কালাম। এমন অমানবিকতার সংবাদ পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করেন লালমোহন থানার ওসি মোঃ মাকুসুদুর রহমান মুরাদ।
বুধবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ৯নং ওয়ার্ডএলাকার ওলি বেপারী বাড়ির ওই কিশোরীর বসতঘর থেকে তাকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার পিতা আবুল কালাম কে গ্রেফতার করে পুলিশ।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, স্থানীয় চৌকিদার শফিকুল ইসলাম বাবুলের মাধ্যমে সংবাদ পেয়ে মহিলা পুলিশ নিয়ে রাতেই কিশোরীকে উদ্ধার করা হয় এবং তার পিতা আবুল কালাম কে আটক করা হয়। এ ঘটনায় চৌকিদার শফিকুল বাদি হয়ে ওই কিশোরীর বাবা আবুল কালাম ও মা মরিয়ম বিবিকে আসামী করে মামলা দায়ের করে। মামলা নং-১২, তারিখ ১৩ জানুয়ারি।
কিশোরীর বাবার দেয়া বরাতে ওসি আরও জানান, অন্য লোকের সাথে প্রেমের সম্পর্ক গড়ার অভিযোগে কিশোরীর পিতা তার পায়ে লোহার শিকল পরিয়েছিল বলে জানায়।
আজ (বৃহস্পতিবার) কিশোরীর বাবাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।