বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » দুর্নীতিতে নিমজ্জিত লালমোহন পৌর মেয়রের অপসারণ চায় কাউন্সিলর ও কর্মচারীরা||লালমোহন বিডিনিউজ
দুর্নীতিতে নিমজ্জিত লালমোহন পৌর মেয়রের অপসারণ চায় কাউন্সিলর ও কর্মচারীরা||লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় পৌর ভবনের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, লালমোহন পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন ২০১১ সালে প্রথম মেয়াদে ও ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদসহ বর্তমান সময় পর্যন্ত ক্ষমতার অপব্যবহার, টেন্ডারবাজি, ভূয়া বিল ভাউচারে পৌরসভার রাজস্ব লুটপাট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পৌরসভাকে দেউলিয়া করে তুলেছেন। মাসের পর মাস পৌর কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রেখে পৌরসভার উন্নয়নকে ব্যহত করেছেন।
এসময় পৌর মেয়রকে দুর্নীতি পরায়ন আখ্যা দিয়ে তাকে দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, পৌর ১নং ওয়ার্ডকাউন্সিলর ফরহাদ হোসেন মেহের, ৩নং ওয়ার্ড কাউন্সিলর অহিদুর রহমান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রায়হান মাসুম, ৫নং ওয়ার্ডের ইমাম হোসেন, ৬নং ওয়ার্ডের জহিরুল ইসলাম মাসুদ, ৯নং ওয়ার্ডের আনোয়ার হোসেন হিরণ, ১০ নং ওয়ার্ডের সিরাজ মাতাব্বর, ১১নং ওয়ার্ডের এহসানুল হক ফরিদ, ১২নং ওয়ার্ডের জসিমউদ্দিন ফরাজীসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ।
উল্লেখ্য, এর আগে গত ৪জানুয়ারি পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনে বিরুদ্ধে কোটি কোটি টাকা লুটের অভিযোগে ভোলার স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেন শফিকুল ইসলাম বাদল নামের এক পৌর নাগরিক। পরবর্তীতে ওই মামলা তদন্তে দুর্নীতি দমন কমিশন কে নির্দেশ দেয় আদালত।