মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » খোকনের বিরুদ্ধে মামলায় সংশ্লিষ্ট নই, বললেন ফজলে নূর তাপস।।লালমোহন বিডিনিউজ
খোকনের বিরুদ্ধে মামলায় সংশ্লিষ্ট নই, বললেন ফজলে নূর তাপস।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : “খোকনের বিরুদ্ধে মামলায় আমি সংশ্লিষ্ট নই, অতি উৎসাহী হয়ে কেউ মামলা করেছে” জানালেন দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস। একইসাথে এ মামলা প্রত্যাহারের অনুরোধও জানান তিনি।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর নগর ভবনে ঘুড়ি উৎসব উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। মামলার আবেদনে অভিযোগ করা হয়, তাপসের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রকাশ করে আসামি সাঈদ খোকন দণ্ডবিধি আইনের ৫০০ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে দুটি মামলার একটির বাদী কাজী আনিসুর রহমান। অপর মামলাটির বাদী সুপ্রিমকোর্টের আইনজীবী সারোয়ার আলম।