সোমবার, ১১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রয়াত ইউপি সদস্য টুলু’র স্মরণে শোক র্যালি।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রয়াত ইউপি সদস্য টুলু’র স্মরণে শোক র্যালি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক আশরাফুল আলম টুলুর স্মরণে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ জানুয়ারি) সকালে পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শোক র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি পরবর্তী মরহুম আশরাফুল আলম টুলু স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তানজিম হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাসহ স্থানীয় বাজার ব্যবসায়ীরা।
উল্লেখ্য, গতকাল রবিবার (১০ জানুয়ারি) পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন আশরাফুল আলম টুলু।