
রবিবার, ১০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি সি: সচিব।।লালমোহন বিডিনিউজ
মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি সি: সচিব।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : এ বছরের মার্চে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর।
রবিবার (১০ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানান, আট থেকে নয় ধাপে হবে নির্বাচন।
ইউনিয়ন পরিষদে ব্যালটের পাশাপাশি ইভিএম পদ্ধতিতেও হবে ভোট। বলেন, চট্টগ্রাম সিটির নির্বাচনে প্রশাসনকে সক্রিয় হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর বলেন,’পৌরসভার নির্বাচন শেষ হলে মোটামুটি মার্চ থেকে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। ব্যালট এবং ইভিএম দুটি পদ্মতিতেই ভোট গ্রহণ হবে। কমিশন বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেবে। আলোচনার পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।’