বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » দুর্নীতিবাজ যে দলেরই হোক, ছাড় দেয়া হবে না- বললেন প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
দুর্নীতিবাজ যে দলেরই হোক, ছাড় দেয়া হবে না- বললেন প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিবাজ যে দলেরই হোক, যত শক্তিশালীই হোক, তাদের ছাড় দেয়া হচ্ছে না এবং হবেও না।
টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের দ্বিতীয় বর্ষপূর্তিতে, আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে, দুর্নীতির বিরুদ্ধে এই কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। শেখ হাসিনা বলেন তার সরকার গত এক যুগে জনগণের জীবনমান উন্নয়ন করাকেই দায়িত্ব ও কর্তব্য মনে করেছে।
একাদশ সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের দ্বিতীয় বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১২ বছরে তার সরকারের নেওয়া নানা উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন তিনি। বলেন, ১২ বছরে শাসনামালে বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
করোনাভাইরাস মহামারীর মধ্যেও বিভিন্ন নীতি সহায়তা ও আর্থিক প্রণোদনার মাধ্যমে অর্থনীতিকে সচল রাখার আপ্রাণ চেষ্টার কথা তুলে ধরেন সরকার প্রধান।
উন্নয়নের বাধা দূর করার অঙ্গীকার করে বঙ্গবন্ধু-কন্যা বলেন, ‘দুর্নীতিবাজদের রেহাই নেই। যে-ই অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে জড়িত থাকুক, তাকে আইনের আওতায় নিয়ে আসুন। সাধারণ মানুষের হক যাতে কেউ কেড়ে নিতে না পারে তা নিশ্চিত করতে হবে। দুর্নীতি বন্ধে জনগণের অংশগ্রহণ জরুরি। মানুষ সচেতন হলে, দুর্নীতি আপনা-আপনি কমে যাবে।’
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আপনাদের স্মরণ আছে, গত বছর সরকার গঠনের পর জাতির উদ্দেশে ভাষণে আমি দুর্নীতির সঙ্গে জড়িতদের শোধরানোর আহ্বান জানিয়েছিলাম। আমি সাধারণ মানুষের জন্য কাজ করি। মানুষের কল্যাণের জন্য আমি যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করব না।’
এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজ দেশ মিয়ানমারে ফেরৎ পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে সবাইকে নতুন করে মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক কল্যাণকামী রাষ্ট্র গড়ার শপথ নেয়ার আহ্বান জানান শেখ হাসিনা।