
বুধবার, ৬ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ‘ভ্যাকসিন নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’-খন্দকার মোশাররফ।।লালমোহন বিডিনিউজ
‘ভ্যাকসিন নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে’-খন্দকার মোশাররফ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ভ্যাকসিন নিয়ে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার (৬ জানুয়ারি) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
তিনি বলেন, বিশ্বব্যাপী করোনার প্রার্দুভাবের শুরু থেকেই বাংলাদেশের সরকার চরম উদাসীনতার পরিচয় দিয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি বরং করোনা আক্রান্ত রোগীদের শনাক্ত করতে, চিকিৎসা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। মাস্ক কেলেঙ্কারি, পিপিই কেলেঙ্কারি, হাসপাতাল কেলেঙ্কারি, শনাক্তকরণ পরীক্ষা নিয়ে কেলেঙ্কারি, করোনা শনাক্তকরণ জালিয়াতিসহ অসংখ্য জালিয়াতি ও দুর্নীতি উপহার দিয়েছে সরকার। জনগণ ভ্যাকসিন পাবে কি-না, তা নিয়েও শঙ্কা জানান খন্দকার মোশাররফ।
সরকারের পরিকল্পনা অনুযায়ী ভ্যাকসিনে যাদের অগ্রাধিকার দেয়া হয়েছে সেখানে বয়স্ক, অসুস্থ ও অগ্রাধিকার প্রাপ্য মানুষদের পরের তালিকায় রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের পক্ষ থেকে একেক সময় একেক বক্তব্য আসায়, ভ্যাকসিন নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তিনি আরও বলেন, করোনা ঝুঁকিতে বাংলাদেশ শীর্ষ অবস্থানে থাকলেও এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন পেতে বাংলাদেশ সরকার ন্যূনতম ব্যবস্থা নিতে পারেনি। বিশ্বের অনেক দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে বা পরীক্ষামূলকভাবে দেওয়া শুরু করেছে। ইতিমধ্যে বেশ কয়েক ধরনের ভ্যাকসিন যেমন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন, বায়োটেক/ফাইজারের ভ্যাকসিন, মর্ডানার ভ্যাকসিন, স্পুটনিক-৫ ভ্যাকসিন, সিনোফার্মা বিবিআইবিপি ভ্যাকসিন ব্যবহার শুরু হয়ে গেছে। অথচ বাংলাদেশে ভ্যাকসিন পাওয়া নিয়ে দোলাচল তৈরি হয়েছে।