মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অর্থনীতি | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » একনেকে প্রায় ৪ হাজার কোটি টাকার ৬টি প্রকল্প উত্থাপন।।লালমোহন বিডিনিউজ
একনেকে প্রায় ৪ হাজার কোটি টাকার ৬টি প্রকল্প উত্থাপন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের ২০তম সভায় অনুমোদনের জন্য ৬টি প্রকল্প উত্থাপন করা হয়েছে। এতে খরচ ধরা হয়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা।
মঙ্গলবার (৫ই জানুয়ারি) সকালে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয় একনেক সভা।
উত্থাপিত প্রকল্পগুলোর মধ্যে চট্টগ্রাম সিটি আউটার রিং রোড নির্মাণ প্রকল্পের মেয়াদ বাড়ানো হচ্ছে ছয় মাস। মেয়াদের সাথে খরচও বাড়ছে ২৪৯ কোটি ৮১ লাখ টাকা।
কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রকল্পের ২য় সংশোধনীতে বরাদ্দ চাওয়া হয়েছে ৭১ কোটি ৩৭ লাখ ৬০ হাজার টাকা।
এদিকে ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরি যোগাযোগ স্থাপনে দরকারি যন্ত্রপাতি ক্রয় প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা।
এছাড়া প্রায় ১৫৮ কোটি টাকা ব্যয়ে সুন্দরবন সুরক্ষা প্রকল্প এবং ১ হাজার ১০৩ কোটি টাকায় ২৬ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প টেবিলে তোলা হয়েছে। উপস্থাপনের জন্য তোলা ৬ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৩ হাজার ৯৮১ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার টাকা।