মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » পৌরসভার কোটি কোটি টাকা আত্মসাতঃ লালমোহন পৌর মেয়রের বিরুদ্ধে মামলা||লালমোহন বিডিনিউজ
পৌরসভার কোটি কোটি টাকা আত্মসাতঃ লালমোহন পৌর মেয়রের বিরুদ্ধে মামলা||লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : পৌরসভার নিয়মনীতি ভঙ্গ, ক্ষমতার অপব্যবহার, টেন্ডারবাজি, কমিউনিটি সেন্টার নির্মাণ না করে অর্থ আত্মসাতসহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় ৫৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিনের বিরুদ্ধে ভোলা বিজ্ঞ স্পেশাল জজ আদালতে মামলা দায়ের করেছেন মুক্তিযোদ্ধার সন্তান শফিকুল ইসলাম বাদল।
গতকাল সোমবার (৪ জানুয়ারি) ওই মামলাটি তদন্তের জন্য বরিশাল দুর্নীতি দমন অধিদপ্তরের উপ-পরিচালক বরাবর পাঠায় আদালত।
মামলার বিবরণে বলা হয়, লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন নির্বাচিত হওয়ার পর থেকে বিভিন্ন টেন্ডারে অনিয়ম, নিজের শ্যালক রিয়াজ কে ঠিকাদার দেখিয়ে টেন্ডারবাজি, বিভিন্ন ভূয়া বিল ভাউচার দেখিয়ে পৌরসভার অর্থ লোপাট, পৌরসভার মার্কেটে স্ত্রীর নামে ক্লিনিক স্থাপন, প্রথমবার নির্বাচনী হলফনামায় উল্লেখি ত সম্পত্তি থেকে ১০ গুণ বেশি সম্পদ অর্জন করা, জেলা পরিষদের খাল ভরাট করে নিয়মবহির্ভূতভাবে মার্কেট নির্মাণ, বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা, পৌরসভার বিগত ৯বছরের এডিবির অর্থ আত্মসাত করে বিদেশে স্ত্রী সন্তানের নামে ও বেনামে টাকা পাচার করাসহ র্আও অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার ৭জন কাউন্সিলর ও পৌর কর্মকর্তা কর্মাচারীদেরসহ মোট ২৬জনকে মামলায় স্বাক্ষী করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন জানান, লোকমুখে শুনেছি মামলা হয়েছে, তবে এখনো কোনও কপি পাইনি। মামলার মাধ্যমে লালমোহনে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যšে মেতেছে একটি মহল। তারই জের ধরে কতিপয় বাহিনী পৌরসভায় এসে স্টাফদের হুমকি-ধামকি দিচ্ছে। এ ব্যাপারে মাননীয় এমপি মহোদয় কে জানিয়েছি বলেও জানান পৌর মেয়র।