শনিবার, ২ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ‘নতুন বছরে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে’-মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
‘নতুন বছরে সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে’-মির্জা ফখরুল।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নতুন বছরে আন্দোলনের মাধ্যমে জনগণ এই সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে বলে প্রত্যাশা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মরণসভায় একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘দেশে সংকর গণতন্ত্র বিরাজ করছে। গণতন্ত্রের আড়ালে এক দলীয় শাসন চলছে। বিএনপি এই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। সেবাদাস নয় স্বাধীনভাবে মাথা উঁচু করার মতো রাজনীতির সুযোগ চায় বাংলাদেশ।’
বিএনপির প্রয়াত নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মৃতিচারণ করে তিনি বলেন, তার মতো সহযোদ্ধার চলে যাওয়া বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি।