শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » আজ জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।।লালমোহন বিডিনিউজ
আজ জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : শুরু হয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনগুলো।
শুক্রবার (১ জানুয়ারি) সকাল ৯টায় কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন পার্টির চেয়ারম্যান ও জ্যেষ্ঠ নেতারা পরে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া করা হয়। বিকেলে চেয়ারম্যানের বনানী কার্যালয়ে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।