শুক্রবার, ১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » নতুন বছরে দেশের রাজনীতি ইতিবাচক ধারায় ফিরবে- ওবায়দুল কাদের।।লালমোহন বিডিনিউজ
নতুন বছরে দেশের রাজনীতি ইতিবাচক ধারায় ফিরবে- ওবায়দুল কাদের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নতুন বছরে দেশের রাজনীতি ইতিবাচক ধারায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
শুক্রবার (১ জানুয়ারি) সকালে তার সরকারি বাস ভবনে সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেন। বলেন, নতুন বছরে করোনাভাইরাস থেকে মুক্তির মাধ্যমে জাতি পাবে নতুন গতি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সম্ভাবনার নতুন কলি প্রস্ফুটিত হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। ব্রিফিং শেষে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান ওবায়দুল কাদের।