বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » বছরের শেষদিনে করোনায় আরও ২৮ জনের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
বছরের শেষদিনে করোনায় আরও ২৮ জনের মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ২০২০ সালের শেষ দিনে অর্থ্যাৎ গত ২৪ ঘন্টায় দেশে কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে।
দেশে করোনা শনাক্তের ২৯৯তম দিনে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে ৭ হাজার ৫শ’ ৫৯ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে এ পর্যন্ত ৫ লাখ ১৩ হাজার ৫শ’ ১০ জনের করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অ্যান্টিজেন টেস্টসহ দেশের মোট ১৮০টি পরীক্ষাগারে ১৩ হাজার ২শ’ ৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে নতুন ১ হাজার ১৪ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া গেল ২৪ ঘণ্টায় এক হাজার ৩শ’ ৮৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫৭ হাজার ৪শ’ ৫৯ জন।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৭ দশমিক ৬৫ শতাংশ এবং এ পর্যন্ত দেশে করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৯১ শতাংশ। আর আক্রান্তের পর সুস্থতার হার ৮৯ দশমিক ৮ শতাংশ। এছাড়া করোনা শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৭ শতাংশ।