বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » গণতন্ত্রের ওপর আঘাত সহ্য করবে না আওয়ামী লীগ-ওবায়দুল কাদের।।লালমোহন বিডিনিউজ
গণতন্ত্রের ওপর আঘাত সহ্য করবে না আওয়ামী লীগ-ওবায়দুল কাদের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভোট ডাকাতির নজির বিএনপি ছাড়া কারো নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সভায় এমন মন্তব্য করে তিনি। এ সময় ওবায়দুল কাদের আরও বলেন,’গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপির দায়িত্বশীল আচরণ করা উচিত। বিএনপির মুখে নির্বাচন আর গণতন্ত্রের কথা শোভা পায় না বলেও তিনি মতব্যাক্ত করেন।’
তিনি আরও বলেন,’গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোন আন্দোলন হবে শান্তিপূর্ণ। আমরা শান্তিপূর্ণ যে কোন আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবো এবং স্বাগত জানাবো।
কৃষিবিদ ইন্সটিটিউশনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তারা বলেন, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি জামায়াত জোট আগুন সন্ত্রাস চালিয়েছে। এতে শত শত সাধারণ মানুষ মারা গেছে। পঙ্গুত্ব বরণ করেছেন অনেকে। তাদের ত্যাগকে শ্রদ্ধা জানাতেই গণতন্ত্রের বিজয় দিবস পালন করছে আওয়ামী লীগ।
গণতন্ত্রের ওপর বারবার আঘাত এসেছে উল্লেখ করে নেতারা বলেছেন, গণতন্ত্রের ওপর আর কোন আঘাত সহ্য করবে না আওয়ামী লীগ। আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন নেতারা।