বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » নতুন বছরে সরকার পতনের সংকল্প বিএনপির।।লালমোহন বিডিনিউজ
নতুন বছরে সরকার পতনের সংকল্প বিএনপির।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঐক্যবদ্ধ আন্দোলনে ক্ষমতাসীন দলকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠাকে নতুন বছরের একমাত্র সংকল্প বলছে বিএনপি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশ থেকে দাবি করা হয়। দলটির নেতাদের অভিযোগ, ৩০শে ডিসেম্বর মুক্তিযুদ্ধে চেতনাকে ধ্বংস করে একদলীয় সরকার কায়েম করেছে আওয়ামী লীগ।
কর্মসূচি ছিল ঘোষিত। তাই নির্ধারিত সময়ের আগেই জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকে বিএনপির নেতাকর্মীরা।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনের ফল প্রত্যাখান করে দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে বিএনপি। সেই দিনটি স্মরণে উত্তর ও দক্ষিণ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ।
বিক্ষোভে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে দাড়িয়েও সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে। এই গণতান্ত্রিক সংগ্রাম শুধু বিএনপির একার নয়, সব দল মতের সংগ্রাম। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। নতুন বছরে ঐক্যবদ্ধ হয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় শপথ নিতে হবে।
পুরোনো বছরের অপ্রাপ্তি ভুলে নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘এই সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে। সবকিছু জিম্মি করে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। তাদের বাধ্য করতে হবে নিরপেক্ষ নির্বাচনের জন্য। এই নির্বাচন কমিশন মিথ্যা কথা বলে। হাসাহাসি করে বলে নির্বাচন নিরপেক্ষ হয়েছে। এদের বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে, লড়াই করতে হবে। যাতে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা যায়। ’
ঢাকার দুই মহানগরের উদ্যেগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্নস্তরের অংশ নিলেও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ছিল কম।