মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » জেলা প্রশাসনের বিরুদ্ধে কটূক্তির মামলায় সাংবাদিকসহ গ্রেপ্তার-২।।লালমোহন বিডিনিউজ
জেলা প্রশাসনের বিরুদ্ধে কটূক্তির মামলায় সাংবাদিকসহ গ্রেপ্তার-২।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকান্ড নিয়ে কটূক্তি করায় সাংবাদিকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাতে কিশোরগঞ্জ মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হলে নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, আনন্দ টিভি ও দেশটাইম অনলাইন পোর্টালের সাংবাদিক আকিব হৃদয় ও তার মোটরসাইকেলে সহযাত্রী মোস্তাফিজুর রহমান।
২৮ ডিসেম্বর সার্কিট হাউজের সামনে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও মাস্ক না থাকায় ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে, তাদের নিজ নিজ আইডি থেকে ফেইসবুক লাইভে এসে ভ্রাম্যমাণ আদালত সম্পর্কে কটূক্তি ও জেলা প্রশাসক সম্পর্কে মন্তব্য করে।