মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » আগামী জুনে এসএসসি, জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা-ডা. দীপু মনি।।লালমোহন বিডিনিউজ
আগামী জুনে এসএসসি, জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা-ডা. দীপু মনি।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : করোনা মহামারির কারণে সিলেবাস কমিয়ে ও সময় পিছিয়ে আগামী বছরের জুনে এসএসসি এবং জুলাই-আগস্টে এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছে সরকার।
পরিস্থিতি অনুকূলে থাকা সাপেক্ষে সিলেবাস কমিয়ে আগামী বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে, এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস কমিয়ে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এবং ও এইচএসসি পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত স্কুল-কলেজে শারীরিক উপস্থিতিতে ক্লাস নেয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। পাঠ্যপুস্তক উৎসব-২০২১ উপলক্ষ্যে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
বই উৎসবের বিষয়ে মন্ত্রী জানান, করোনার কারণে এবার বই উৎসব হচ্ছে না। দীপু মনি বলেন, ‘প্রতি বছর সারাদেশে এক যোগে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হলেও এবার তা সম্ভব নয়। শিক্ষার্থীদের করোনা সংক্রমণ এড়াতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ১২ দিনে পর্যায়ক্রমে বই বিতরণ করা হবে।’
সারাবিশ্বে এমন পরিস্থিতিতেও শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করা হয়েছে। যাতে শিক্ষার্থীরা সেশন জটে না পড়ে। ভার্চুয়াল পদ্ধতিতে শ্রেণিকক্ষে পাঠদানে শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা করে সফলতা পাওয়া গেছে বলেও জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।