মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বিজয়ের মাসেই ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
বিজয়ের মাসেই ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন-প্রধানমন্ত্রী।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বিজয়ের মাসেই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে এনইসির সভায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। আগামী পাঁচ বছরে নতুন এক কোটি ১৯ লাখ কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ-জিইডি। ২০২০-২১ অর্থবছর থেকে পরবর্তী পাঁচটি অর্থবছর ২০২৪-২৫ অর্থ বছর পর্যন্ত এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
পাঁচ বছর মেয়াদি এই পরিকল্পনায় খরচ হবে ৬৪ লাখ ৯৫ হাজার ৯৮০ কোটি টাকা।
ক্যান্টনমেন্টে ক্ষমতা বন্দি থাকায় উন্নয়নের গতিধারা ব্যাহত হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ জনতার ক্ষমতা জনতার হাতে ফিরিয়ে দেয়ায় উন্নয়নের গতি সচল হয়েছে।’