সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » আজ দেশে ২৪টি পৌরসভায় নির্বাচন।।লালমোহন বিডিনিউজ
আজ দেশে ২৪টি পৌরসভায় নির্বাচন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় নির্বাচন আজ। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেয়া হবে। রবিবার সকালে কেন্দ্রে পৌঁছে দেয়া হয় নির্বাচনি সরঞ্জাম।
নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচনি এলাকা ও কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। যেসব পৌরসভায় নির্বাচন হবে সেগুলো হলো- পঞ্চগড় সদর, পীরগঞ্জ, ফুলবাড়ী, বদরগঞ্জ, কুড়িগ্রাম সদর, পুঠিয়া, কাটাখালি, শাহজাদপুর, চাটমোহর, খোকসা, চুয়াডাঙ্গা সদর, চালনা, বেতাগী, কুয়াকাটা, উজিরপুর, বাকেরগঞ্জ, গফরগাঁও, মদন, মানিকগঞ্জ সদর, ধামরাই, দিরাই, বড়লেখা, শায়েস্তাগঞ্জ ও সীতাকুণ্ড।
এদিকে ৬১ পৌরসভায় দ্বিতীয় ধাপের ভোট হবে ১৬ই জানুয়ারি।