সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যােগে মাক্স বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয়।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যােগে মাক্স বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয়।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : মহামারী করোনার দ্বিতীয় ধাপে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে ভোলার লালমোহনে বিনামূল্যে মাক্স বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু করেছে “মানবতার পাশেই আমরা স্বেচ্ছাসেবী সংগঠন”।
সোমবার (২৮ ডিসেম্বর) সকালে লালমোহন থানা মোড় এলাকায় প্রায় সাড়ে ১২শত মাক্স বিতরণ করে সংগঠনটি।
পরে “রক্ত দিব জীবন বাঁচাবো, ইবাদত করবো জীবন সাজাবো” স্লোগানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু হয়।
সম্পূর্ণ অরাজনৈতিক এ সংগঠনের নেতৃবৃন্দরা জানান, আজ বিকেলে উপজেলার বদরপুরের নাজিরপুর বাজারে বিনামূল্যে মাক্স বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হবে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করবেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, “মানবতার পাশেই আমরা স্বেচ্ছাসেবী সংগঠন”র উপদেষ্টা ওহিদুন্নবী মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক (আইসিটি) শামীম রেজা, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো: ইলিয়াছ, ভোলা জেলা শাখার সভাপতি আবীর রায়হান, সাধারণ সম্পাদক সাখাওয়াত শিকদার প্রমূখ।