মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের আওতায় আসবে গ্রামের ৮০ লাখ মানুষ।।লালমোহন বিডিনিউজ
বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের আওতায় আসবে গ্রামের ৮০ লাখ মানুষ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের আওতায় আসবে গ্রামের ৮০ লাখ মানুষ। করোনা সংক্রমণ ঠেকাতে হাত ধোয়ার ব্যবস্থা হবে দেশ জুড়ে। এ সংক্রান্ত প্রায় ১৮শ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। এতে অর্থায়ন করবে বিশ্বব্যাংক ও এআইআইবি।
মঙ্গলবার সকালে, ভিডিও কনফারেন্সে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ হাজার ৩০৮ কোটি টাকা ব্যয়ে অনুমোদন পায় ৫টি প্রকল্প।
পরিকল্পনা কমিশন জানায়, অতিদরিদ্রদের জন্য সাড়ে ৩ লাখের বেশি টয়লেট তৈরি করবে সরকার। এছাড়া কমিউনিটি পর্যায়ে বসবে পাইপড ওয়াটার সাপ্লাই ও দেড় হাজার স্যানিটেশন সিস্টেম। ৮৮২টি স্টেশন থাকবে কোভিড ঠেকাতে হাত ধোয়ার জন্য। যদিও এই প্রকল্পের পরামর্শক ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছিলো পরিকল্পনা কমিশন। এর বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও নরসিংদী জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে একনেক সভায়।