সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায় বিএনপি-ওবায়দুল কাদের।।লালমোহন বিডিনিউজ
নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায় বিএনপি-ওবায়দুল কাদের।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চায় বিএনপি, তবে এ অপকৌশল সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (২১ ডিসেম্বর) সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিজয় দিবসের আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সবদিকে ব্যর্থ হয়ে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশল নিয়েছে। তবে তাদের এ অপকৌশলে মরিচা ধরেছে। বিএনপি নিজেদের ব্যর্থতার জন্য জনগণের উপর প্রতিশোধ নিতে আগুন সন্ত্রাস করেছে বলেও অভিযোগ করেন তিনি।
এসময়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী যে কোন চক্রান্ত প্রতিহত করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বানও জানান ওবায়দুল কাদের।